বাবা প্রতিশোধ নিতেই সন্তানকে গলাটিপে হত্যা করেন
1 min readঝিনাইদহের কালীগঞ্জে শিশু সাজু (৭) হত্যার রহস্য উম্মোচন করা হয়েছে। বাবা আশরাফুলই গলাটিপে তার সন্তানকে হত্যা করেন বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকার করেছেন।
এসব তথ্য জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই শুকুমার কুণ্ডু। তদন্তকারী কর্মকর্তা জানান, গত ১৫ নভেম্বর শিশু সাজু নিখোঁজ হয়। পরদিন তার মৃতদেহ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামের বাবুর বাগানে পাওয়া যায়। এ ঘটনায় সাজুর বাবা বাদী হয়ে একই এলাকার রবিউলসহ চারজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর বাদীর কথাবার্তা ও চালচলনে তদন্তকারী কর্মকর্তার সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন।
একপর্যায়ে বাদী নিজ শিশুকে হত্যার কথা স্বীকার করেন এবং ২১ নভেম্বর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। নিহত শিশু সাজুর বাবা আশরাফুল জবানবন্দীতে বলেন, প্রায় তিন বছর আগে একই গ্রামের রবিউল বিশ্বাসের সঙ্গে তার স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল। সেসময় রবিউল তার কাছ থেকে ৪০ হাজার টাকাও ধার নেন। পরে সেই টাকা ফেরত চাইলে তাকে মারপিটও করেন।
এ ঘটনায় রবিউল তার নিজ জমির সিম গাছ কেটে আশরাফুলের ঘাড়ে দোষ চাপান এবং স্থানীয় শালিস সভায় আশরাফুলকে ২০ টাকা জরিমানা করা হয়।
এতে আশরাফুল প্রতিহিংসা পরায়ন হয়ে রবিউলকে শায়েস্তা করার জন্য নিজ শিশু সন্তান সাজুকে হত্যা করে রবিউলদের বিরুদ্ধে মামলা দেন। প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর শিশু সাজু নিখোঁজ হয়। পরদিন উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামের বাবুর বাগানে তার মৃতদেহ পাওয়া যায়।