Fri. Dec 20th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

বাড়ী ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় আদালতে মামলা

1 min read
বাড়ী ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় আদালতে মামলা

বাড়ী ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় আদালতে মামলা

বাড়ী ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় আদালতে মামলা
বাড়ী ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় আদালতে মামলা

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের হীরাডাঙ্গা গ্রামে জহির মন্ডলের বাড়ী ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।রোববার ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে জহির মন্ডলের ছোট ভাই খলিল মন্ডল বাদী হয়ে ১২ জনকে আসামী করে এ মামলাটি দায়ের করেছেন।সন্ত্রাসীদের ভয়ে জীবনের নিরাপত্তা নিয়ে পালিয়ে বেড়ানো জহির মন্ডল ও তার ছোট ভাই খলিল মন্ডল ঘটনার ২ মাস পর মামলাটি দায়ের করলেও বাড়ীতে ফিরতে পারেনি তারা।

মামলার বিবরণে জানা যায়, ঘটনার দিন রাতে তারা লাঠি, রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্র নিয়ে জহির মন্ডলের বাড়ীতে হামলা চালায়।সে সময় তারা ৪ টি ঘর ভাংচুর করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১০ লাখ মালামাল লুট করে নিয়ে যায়।এ ঘটনার পর থেকে জীবনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে জহির মন্ডল ও তার পরিবার পালিয়ে বেড়াচ্ছে।
মামলার বাদী খলিল মন্ডল বলেন, আমার ভাই ও তার পরিবার আসামীদের ভয়ে বাড়ী ফিরতে পারছেন না। আমি বাদি হয়ে আদালতে মামলা করেছি। মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর আশুহস্তক্ষেপ কামনা করছি।

সেই সাথে আমার পরিবার যেন বাড়ীতে ফিরতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *