Fri. Dec 20th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

বেসরকারী শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

1 min read

বেসরকারী শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেসরকারী শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বেসরকারী শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ জেলা শিক্ষক সমিতির আয়োজেন বৃহস্পতিবার বিকালে জেরা শহরের স্কাউট ভবন মিলনায়তনে বেসরকারী শিক্ষকদের দাবীদাওয়া নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও ভাইস প্রেসিডেন্ট বিশ্ব শিক্ষক সমিতি ফেডারেশন বাবু রঞ্জিত কুমার সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক বাবু শ্যামল কুমার রায়, সভাপতিত্ব করেন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মহি উদ্দীন। অনুষ্ঠানে শিক্ষকদের বিভিন্ন দাবী দাওয়া বিষয়ে মতবিনিময় করা হয়। এ সময় বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবী তুলে ধরেন। অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় ৫% প্রবৃদ্ধি, জাতীয়তকরণ, এমপিওভুক্তিকরণ সহ নানা বিষয়ে শিক্ষকবৃন্দের প্রশ্নের জবাব প্রদান করেন। শিক্ষকদের কর দেয়ার ব্যাপারে এক সপ্তাহের মধ্যে নির্দেশনা দেবেন বলে জানান।
প্রধান অতিথি বাবু রঞ্জিত কুমার সাহা তার বক্তুতায় বলেন, ২০১৭ সালের মধ্যে শিক্ষকদের সমস্ত প্রশ্নের সমাধানের ব্যাপারে আশ্বস্ত প্রদান করেন করেন। তিনি এই সংগঠনকে ঝিনাইদহ জেলার একমাত্র মূল ধারার সংগঠন হিসেবে ঘোষণা করেন এবং শিক্ষকবৃন্দকে এই সংগঠনের ছায়াতলে নিয়ে বিভিন্ন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *