Mon. Dec 23rd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

বোমা ডিস্পজাল ইউনিট পৌছেছে ঝিনাইদহে, বৃষ্টির জন্য স্থগিত অভিজান

1 min read
বোমা ডিস্পজাল ইউনিট পৌছেছে ঝিনাইদহে, বৃষ্টির জন্য স্থগিত অভিজান

বোমা ডিস্পজাল ইউনিট পৌছেছে ঝিনাইদহে, বৃষ্টির জন্য স্থগিত অভিজান

বোমা ডিস্পজাল ইউনিট পৌছেছে ঝিনাইদহে, বৃষ্টির জন্য স্থগিত অভিজান
বোমা ডিস্পজাল ইউনিট পৌছেছে ঝিনাইদহে, বৃষ্টির জন্য স্থগিত অভিজান

বিপুল পরিমান বোমা, বিষ্ফোরকের সন্ধানের পর ঝিনাইদহের পোড়াহাটিতে সেই জঙ্গী আস্তানা এখনো ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এদিকে হঠাৎ করেই জঙ্গী আস্তানার খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিরাপত্তার স্বার্থে ঐ এলাকাতে কাউকে যেতে দেয়া হচ্ছে না। শুক্রবার সন্ধ্যার দিকে শহর থেকে ৭ কিলোমিটার দূরে পোড়াহাটি গ্রামের ঠনঠনি পাড়া কর্ডন করে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর  জঙ্গী আস্তানা সন্দেহে আব্দুল্লাহ নামের একজনের বাড়ি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়।

রাতে র‌্যাব-পুলিশ, কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা অভিযানে নামে। ওই জঙ্গি আস্তানা থেকে একটি নাইন এমএম পিস্তল, তিনটি সুইসাইডাল ভেস্ট, প্রেশার কুকার বোমা, ২০ কনটেইনার ভরা রাসায়নিক এবং প্রচুর পরিমাণে তৈরি বোমা (আইইডি) ও ডেটোনেটর পাওয়া যায়। তবে বাড়ির মালিক সন্দেহভাজন জেএমবি জঙ্গী আব্দুল্লাহ ও তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।

প্রায়  ৫ বছর আগে সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে পোড়াহাটি গ্রামের যুবক আব্দুল্লাহ। তার পর আগের বাড়ি, স্ত্রী সংসার  ছেড়ে নতুন করে বিয়ে করে একটু দূরে দু কক্ষ বিশিষ্ট একটি সেমিপাকা বাড়িতে বসবাস শুরু করে আব্দুল্লাহ ও স্ত্রী । বাড়ির চতুরদিকে টিন দিয়ে ঘেরা।

বোমা ডিস্পজাল ইউনিট পৌছেছে ঝিনাইদহে, বৃষ্টির জন্য স্থগিত অভিজান
বোমা ডিস্পজাল ইউনিট পৌছেছে ঝিনাইদহে, বৃষ্টির জন্য স্থগিত অভিজান

স্থানীয়রা বলছে আব্দুল্লাহ আগে একটি ফিলিং স্টেশনে কর্মচারী ছিল, তারপর একটি ইঞ্জিন চালিত ভ্যান কিনে ইট আনা নেয়ার কাজ শুরু করে। নও মুসলিম হওয়ার পর আহলে হাদিস অনুসরণ করে ধর্মপালন করত, অন্যদের ধর্মীয় দাওয়াত দিত, স্বল্পভাসি ও কারো সাথে তেমন চলাফেরা করত না সে।

তার বাড়িটি জঙ্গী আস্তানা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর এমন খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আতঙ্ক উদ্বেগ ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।

এদিকে গত রাত ১০টার দিকে খুলনা রেঞ্জ ডিআইজি প্রেস ব্রিফিং করে জানান জঙ্গী আসন্তানা ও আব্দুল্লাহ জঙ্গী সংশ্লিষ্টতার নানা তথ্য। সকাল থেকে আবারো সেখানে অভিযান চলবে বলে জানান।

সকাল থেকে আবার শুরু হয় অভিযান। ঢাকা থেকে বোমা ডিস্পজাল ইউনিট এরই মধ্যে ঝিনাইদহে পৌছেছে। কিন্তু বৃষ্টির কারনে এখনো বিস্ফোরক উদ্ধারে অভিজান শুরু করতে পারেনি তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *