Sat. Dec 21st, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ভিজিএফের ২৬শ’ কেজি চাল পুকুরে ফেলে দিলেন ব্যবসায়ী

1 min read
ভিজিএফের ২৬শ’ কেজি চাল পুকুরে ফেলে দিলেন ব্যবসায়ী
ভিজিএফের ২৬শ’ কেজি চাল পুকুরে ফেলে দিলেন ব্যবসায়ী
ভিজিএফের ২৬শ’ কেজি চাল পুকুরে ফেলে দিলেন ব্যবসায়ী

ঝিনাইদহ সদরের মহারাজপুর ইউনিয়নের হরিপুর গ্রামের আজিজুল ইসলামের তিনটি পুকুর থেকে বিপুল পরিমাণ ভিজিএফ এর চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত এ উদ্ধার কাজ চালানো হয়। পুকুরে ফেলা চালের পরিমাণ প্রায় ৫০ বস্তা (২৬শ’ কেজি) বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

চাল উদ্ধারের সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

 ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম জানান, গতরাতে তিনি জানতে পারেন মহারাজপুর ইউনিয়নের হরিপুর গ্রামের আজিজুল ইসলামের তিনটি পুকুরের মধ্যে চাল পাওয়া গেছে। এ খবরের ভিত্তিতে রাতেই আমি লোক পাঠাই এবং আজ সকালে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজন পুকুরে নামিয়ে বেশ কিছু চাল উদ্ধার করি। বস্তার মুখ খুলে চাউল ঢেলে দেওয়ায় সমস্ত চাউল উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, স্থানীয় ইউনিয়নগুলোতে ঈদের আগে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। আমি জানতে পেরেছি চাল ব্যবসায়ী আজিজুল ইসলাম এ ঘটনা ঘটিয়েছে। তাকে আইনের আওতায় এনে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম জানান, চাল ব্যবসায়ী আজিজুল ইসলাম অন্য জায়গা থেকে প্রায় ৫০ বস্তা চাল ক্রয় করেছিল বলে তার কাছে স্বীকার করেছে। ধরা পড়ার ভয়ে আজিজুল এ চাল পুকুর তিনটিতে ঢেলে দিয়েছে বলে তিনি মনে করছেন। তবে আজিজুলকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভিজিএফের ২৬শ’ কেজি চাল পুকুরে ফেলে দিলেন ব্যবসায়ী
ভিজিএফের ২৬শ’ কেজি চাল পুকুরে ফেলে দিলেন ব্যবসায়ী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *