Fri. Dec 20th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ভূষণ ফুটবল দলের সামনে অসহায় চট্রগ্রাম

1 min read
ভূষণ ফুটবল দলের সামনে অসহায় চট্রগ্রাম

ভূষণ ফুটবল দলের সামনে অসহায় চট্রগ্রাম

ভূষণ ফুটবল দলের সামনে অসহায় চট্রগ্রাম
ভূষণ ফুটবল দলের সামনে অসহায় চট্রগ্রাম

এবার চট্রগ্রাম অঞ্চলকে (চাপা) ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে খুলনার ফুটবল দল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারী নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়। এই জয়ের মধ্যে দিয়ে নলডাঙ্গা ভূষণ রাজার স্থাপিত স্কুলের এই ক্ষুদে ফুটবলারদের দেশ জয়ের আয়োজন প্রায় চুড়ান্ত। রোববার কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৪৫তম জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলের পয়েন্ট ভিত্তিক দ্বিতীয় সেমিফাইনালে চট্রগ্রাম মেরিন একাডেমি ফুটবল দলকে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করে।

এর আগে ১৮ সেপ্টেম্বর একই মাঠে পদ্মা অঞ্চলের ঢাকা বিভাগকে ৩-২ গোলে পরাজিত করে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের শিশ্যরা। পয়েন্ট ভিত্তিক সেমিফাইনালের এক ম্যাচ বাকি থাকতেই ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভূষণ রাজার এই স্কুল। বাকি এক খেলায় ড্র করলেও চ্যাম্পিয়ন হয়ে যাবে দক্ষিণের এই ক্ষুদে দলটি।

সর্বশেষ গত ৮ সেপ্টেম্বর বরিশাল বিভাগকে ১-০ গোলে পরাজিত করে গোলাপ অঞ্চলের চ্যাম্পিয়ন হয় খুলনা বিভাগ। খুলনা বিভাগের প্রতিনিধিত্বকারী ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারী ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল দল।

মঙ্গলবার বিকালে খুলনার ফুটবল দল সরকারী নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও চট্রগ্রামের মেরিন একাডেমির মধ্যেকার ফুটবল খেলাটি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার মোবাইল ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপভোগ করেন। চট্রগ্রামকে বিশাল ব্যবধােেন হটিয়ে দেওয়ার পর সাংসদ আনার ফোনে দলের নেতৃত্বে থাকা কালীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি অজিত ভট্রাচার্য, সাধারন সম্পাদক লুৎফর রহমান লাড্ডু, ক্রীড়া সংগঠক তপন কুমার বাটুল এবং ক্রীড়া শিক্ষক মনোয়ার হোসেন, শিক্ষক মনিরুল ইসলামসহ খেলোয়াদের সাথে কথা বলে কুশল বিনিময় করেন। একই সময় বিজয়ী এ দলকে শুভেচ্ছা জানিয়েছেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাস, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা।

মঙ্গলবারের সেমিফাইনালে দলের দ্বিতীয় খেলায় উভয় দলের আক্রমন পাল্টা আক্রমন আর ক্ষুদে ফুটবলারদের ক্রীড়া নৈপুন্যে জমে উঠে। খেলার প্রথমার্ধে ৭ মিনিটের মাথায় ক্রস পাস থেকে আসা বলে দলের ১০ নম্বর জার্সি পরিহিত পিকুলের চমৎকার হিটে প্রথম গোল আদায় করে নেয় খুলনার দল ভূষণ মাধ্যমিক বিদ্যালয়। এরপর ২০ মিনিটের মাথায় ৮ নম্বর জার্সি পরিহিত সুমনের দেওয়া আরো এক গোলে ২-০ তে পিছিয়ে পড়ে চট্রগ্রাম।

খেলার দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে বাকি সময় চাপা অঞ্চলের চ্যাম্পিয়ন চট্রগ্রাম মেরিন একাডেমির খেলোয়াররা গোলের সমতা আনতে মরিয়া হয়ে উঠে। তবে একেবারে কমে ছাড়েনি এশিয়ার বৃহত্তম বটবৃক্ষের ছায়ায় বেড়ে উঠা ফুটবলাররা। খেলার বাকি সময়ে খুলনার খেলোয়ার শাহিনুর আলমের দুর্দান্ত হেড এবং সুমনের আরো দুই দু’টি গোলে অসহায় হয়ে পড়ে চট্রগ্রাম। ২১ সেপ্টেম্বর একই মাঠে রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন দলের সাথে খেলবে সীমান্তবর্তী জেলা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সদ্য সরকারী হওয়া নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল দল।

তারেক মাহমুদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *