ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ী ও সেবিকে কারাদন্ড
1 min readঝিনাইদহে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের ও ৫ মাদক সেবিকে ১৫ দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিতরা হলো-শহরের আরাপপুর এলাকার নিয়ামত আলীর ছেলে এনামুল হক (৩২), চাকলাপাড়ার সাগর দাসের ছেলে সুমন দাস (২০), সঞ্জয় দাসের ছেলে রানা দাস (২২), স্বপন দাসের ছেলে আকাশ দাস (২১), মনা দাসের ছেলে বিশাল দাস (১৮) ও কেতলা দাসের ছেলে চাঁন দাস (২২)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান, সকাল থেকে শহরের আরাপপুর ও চাকলা পাড়ায় অভিযান চালিয়ে জেলা মাদকদব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এসময় ১ মাদক ব্যবসায়ী ও ৫ মাদক সেবিকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে মাদক ব্যবসায়ী এনামুলকে ৬ মাসের ও মাদকসেবী ইমন, রানা, আকাশ, বিশাল ও চাঁদ দাসকে ১৫ দিন করে কারাদন্ড প্রদাণ করা হয়।
এসময় উদ্ধার করা হয় বেশ কিছু মাদকদ্রব্য। আদালতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই জিএম শহিদুল ইসলাম, আব্দুল আজিজ খান, সাইদুল হক উপস্থিত ছিলেন।