ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩টি যাত্রীবাহি বাসে জরিমানা
1 min readঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যামন আদালত অভিযান চালিয়ে ৩টি যাত্রীবাহী বাসের চালকে ৩ হাজার ৫শ টাকা জরিমানা করেছে। বৈধ কাগজপত্র,ড্রাইভিং লাইসেন্স না থাকায় এ জরিমানা করা হয়।
বৃহষ্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ছাদেকুর রহমান এ জরিমানা করেন।
ইউএনও ছাদেকুর রহমান জানান, দুপুরে কালীগঞ্জ উপজেলার ঝিনাইদহ-যশোর মহাসড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় ২টি যাত্রীবাহি রুপসা পরিবহনের বাস ও ও একটি শাপলা পরিবহনের বাসের চালকের কাছে ত্রুটিপূর্ণ কাগজপত্র থাকায় তাদের ৩ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।