মহেশপুরে এক কৃষকের ১ বিঘা ফলন্ত লাউ গাছ কেটে সাবাড় প্রায় লাখ টাকার ক্ষতি
1 min readঝিনাইদহের মহেশপুর উপজেলার এস. বি. কে. ইউপির বজরাপুর গ্রামের শফি উদ্দীনের পুত্র জামাল হোসেনের ১ বিঘা জমিতে ফলন্ত লাউ গাছ কে বা কারা কেটে সাবাড় করে দিয়েছে। এতে ঐ ব্যাক্তির প্রায় লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, জামাল হোসেন গ্রামের খেলাফতের নিকট মুক্তদুয়া বিলের মাঠে প্রায় ১ বিঘা জমি টাকার বিনিময় বন্ধক নিয়ে লাউ লাগিয়ে বান তৈরী করে পরিচর্যা করে আসছিলেন। প্রথম চালানে অল্প কিছু লাউ বিক্রি করেছেন। দ্বিতীয় চালান ১ হাজারের উর্ধ্বে ছোট বড় বান ভর্তি লাউ এর ধরন অবস্থায় গত মঙ্গলবার গভীর রাত্রে পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা লাউ গাছগুলি সম্পুর্নরুপে কেটে সাবাড় করে দিয়েছে। তাহাতে ঐ ব্যাক্তির প্রায় লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
জামাল হোসেন জানান , আমি গরীব মানুষ পরের জমি বন্ধক রেখে চাষ আবাদ করে থাকি। এর আয় উপার্জনে সংসার চালাতে সক্ষম হই। পূর্ব শত্রুতার জের ধরে আমার এই ক্ষতি করা হয়েছে ।মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে বলে জানা যায়। এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।