মহেশপুরে কিশোরীকে উত্যক্ত করার ঘটনায় থানায় অভিযোগ দায়ের
1 min readঝিনাইদহের মহেশপুরে এক কিশোরীকে উত্যক্ত করার ঘটনায় বখাটের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকালে থানায় অভিযোগ করেছে তার ভাই।
অভিযোগ সুত্রে জানাগেছে উপজেলার মির্জাপুর দাসপাড়া গ্রামের অধির দাসের পুত্র সাধন কুমার (২০) একই গ্রামের একই গ্রামের ৬ষ্ট শ্রেনীর একটি মেয়েকে বিভিন্ন সময় উত্যাক্ত করত। গত ৭ই ডিসেম্বর সকাল মেয়েটি বিদ্যালয়ে যাওয়ার পথে জোর পূর্বক তার মাথায় সিদুর দেওয়ার চেষ্টা করে সাধন।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে সাধনের পিতা অধির দাস মেয়েটিকে তার ছেলের সাথে বিবাহ দেওয়ার জন্য মেম্বর চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করে। মেয়েটির ভাই অভিযোগ করে বলেন তার বোনকে ছেলেটি বেশ কিছুদিন ধরে উত্যাক্ত করে আসছে। বিষয়টি বহুবার তার অভিভাকদের জানানো হয়েছে। কিন্তু তারা কোন ব্যবস্থা নেয়নি।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য শওকত আলী স্বপনের সাথে বলেন বিষয়টি স্থানীয়ভাবে বসে মিমাংসার চেষ্টা চলছে। স্থানীয় এক গ্রামবাসী জানান, এ ধরনের ঘটনা ঘটতে থাকলে আমাদের কিশোরী মেয়েদের লেখা পড়া করানোই বন্ধ করে দিতে হবে।
মহেশপুর থানার ওসি আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন অভিযোগ পাওয়া গেছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।