মহেশপুরে নির্যাতন সইতে না পেরে ছেলের বিরুদ্ধে অভিযোগ মায়ের
1 min read ছেলের নির্যাতন সইতে না পেরে অবশেষে মা মহেশপুর থানায় ও ইউএনও অফিসে ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে প্রকাশ, উপজেলার রুপদাহ গ্রামের মৃত আব্দুর রাজ্জাক ভুইয়ার স্ত্রী আমেনা বেগম(৬০) গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে এবং থানায় একমাত্র ছেলে রবিউল ইসলাম(২৮)এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এ সময় তার মেয়ে লাইলী আক্তার সাথে ছিল।
লাইলী আক্তার জানায়, গত ২মাস আগে তার বাবা আব্দুর রাজ্জাক মারা যায়। তার মা প্রতিবন্ধী ছোট বোনকে নিয়ে গ্রামে থাকে সে ঢাকায় তার স্বামীর সংসারে থাকে। রবিউল প্রায় সময় মদ-গাঁজা খায় বাড়ীর ভিটা জমি ৩/৪শতক বিক্রি করার জন্য মায়ের উপর নির্যাতন করা হচ্ছে। নির্যাতন সইতে না পেরে তারা এই অভিযোগ দায়ের করেছে।
১১ই নভেম্বর বিকালে মহেশপুর থানার এ.এস.আই জিয়াউল অভিযান চালিয়ে রবিউলকে আটক করতে পারেনি। লাইলী বেগম মোবাইলে এ প্রতিবেদককে জানায়, পুলিশ ঘুরে আসার পর থেকে তার ভাই তাদেরকে হত্যার হুমকি দিচ্ছে। তারা প্রশাসনের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।