মহেশপুরে মফিজউদ্দীন রুলি বিদ্যালয়ে টাকার বিনিময়ে ভর্তি ফরম বিক্রি
1 min readকেবল মাত্র ৫ম শ্রেণীর বাষিক পরীক্ষা শেষ হয়েছে। এখন পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি। কিন্তু তার পরও ছাত্র-ছাত্রী ভর্তীর জন্য মহেশপুর উপজেলার আলহাজ¦ মফিজউদ্দীন রুলি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তারুজ্জামান নিজ ক্ষমতা বলে টাকার বিনিময়ে ভর্তী ফরম বিক্রি শুরু করেন। অবশ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস টাকার বিনিময়ে ভর্তী ফরম বিক্রি সংবাদ পেয়ে তা বন্ধ করে দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তারুজ্জামান প্রতিষ্ঠানের সভাপতি বা মাধ্যমিক শিক্ষা অফিসকে তোয়াক্কা না করেই নিজ ক্ষমতা বলে ৩০ টাকার বিনিময়ে ভর্তী ফরম বিক্রি শুরু করে। এ পর্যন্ত প্রায় ৯০টি ভর্তী ফরম বিক্রি করেছেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তারুজ্জামান টাকার বিনিময়ে ভর্তী ফরম বিক্রির কথা স্বীকার করে জানান,আমি না বুঝে এ ফরম গুলো বিক্রি করেছি। আমার ভুল হয়ে গেছে। তবে আর ভর্তী ফরম বিক্রি হচ্ছেনা।
আলহাজ¦ মফিজউদ্দীন রুলি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মালেক জানান, আমাকে না জানিয়েই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তারুজ্জামান নিজ ক্ষমতা বলে টাকার বিনিময়ে ছাত্র-ছাত্রী ভর্তী ফরম বিক্রি শুরু করেছেন। ঠিক কত টাকাকরে ভর্তি ফরম বিক্রি করছে তা আমার জানানেই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারী টাকার বিনিময়ে ছাত্র-ছাত্রী ভর্তী ফরম বিক্রির কথা স্বীকার করে জানন, বুধবার টাকার বিনিময়ে ভর্তী ফরম বিক্রি সংবাদ পেয়ে আমি তা বন্ধ করে দিয়েছি। এ বার টাকার বিনিময়ে ভর্তী ফরম বিক্রির সংবাদ পেলে ব্যবস্থা নেওয়া হবে।