মোটরসাইকেল থেকে পড়ে ঝিনাইদহের কলেজছাত্রের মৃত্যু
1 min readমোটরসাইকেল থেকে পড়ে আহত স্নাতক সম্মান পরীক্ষার্থী তাপস কুমার সাহা (২৪) ১৫ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে শুক্রবার ভোরে ঝিনাইদহের শৈলকুপায় নিজ বাড়িতে মারা গেছেন। তিনি শৈলকুপা নগরপাড়ার দীপক কুমার সাহার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ২৭ জানুয়ারি বিকেলে শৈলকুপা উপজেলার খুুলুমবাড়িয়া বাজারের কাছে মোটরসাইকেল থেকে তিনি পড়ে আহত হন। তাকে ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করা হলে অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাকে বৃহস্পতিবার বাড়িতে ফেরত পাঠান। শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।