শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
1 min read
যথাযোগ্য মর্যাদায় ঝিনাইদহে আওয়ামী প্রচারলীগ ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে । একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে সংগঠনটির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে মালা দেয়া হয়। সকালে প্রভাতফেরীর মধ্যদিয়ে আলোচনা সভা সহ বিভিন্ন কার্যক্রম শুরু করে।
এতে নেতৃত্ব দেন আওয়ামী প্রচারলীগ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আলী হাসান, সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবলু। এছাড়া নবগঠিত কমিটির সদস্য পলাশ, কাজল, মেহেদী, মামুন, রাসেল, রাকিব, মুক্তি, তোফায়েল আহমেদ, ওয়াদুদ, দুদু সহ বিভিন্ন নেতাকর্মী অংশ নেয় ।
দিবসটি পালন উপলক্ষে আওয়ামী প্রচারলীগের সদর উপজেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সহ সভাপতি আমানুল মুল্যা মোল্লা, প্রচার সম্পাদক মিরাজ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ আলোচনা সভায় অংশ নেন।