শৈলকুপায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সভা
1 min readজেলার শৈলকুপায় উপজেলায় আইন পরিস্থিতি উন্নয়নে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটি এবং উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি যৌথভাবে এই সভার আয়োজন করে।
যৌথসভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খন্দকার বাবর, এলজিইডি উপজেলা প্রকৌশলী আব্দুল হান্নান, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু, শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান, প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসাসহ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও ইমামগণ।
যৌথসভা উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, আত্মহত্যা ও বাল্য বিবাহ রোধ প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।