শৈলকুপায় কৃষকের বাড়ীতে আগুন দিল দুর্বৃত্তরা
1 min readপুর্ব শত্র“তার জের ধরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের সাপখোলা গ্রামের বখতিয়ার বিশ্বাস নামের এক কৃষকের বাড়ীতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আগুনে পুড়ে গেছে ওই কৃষকের ঘর-বাড়ী, আসবাবপত্র ও হাস-মুরগী। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ ওই কৃষক। শনিবার ভোররাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কৃষক বখতিয়ার বিশ্বাস জানান, ভোররাতে বাড়ীতে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা চিৎকার শুরু করে। সেসময় ঘুম থেকে উঠে প্রতিবেশিদের সহযোগীতায় আগুন নেভায়। ততক্ষনে পুড়ে যায় ঘর, আসবাবপত্র ও হাস মুরগী। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। সাপখোলা গ্রামে একটি হত্যাকান্ডকে কেন্দ্র করে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করছেন তিনি।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম বলেন, বাড়ী পোড়ানোর ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছিল। লিখিতি কোন অভিযোগ আসেনি। অভিযোগ এলে তদন্ত স্বাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে।