শৈলকুপায় পানিতে ডুবে শিশুর এক মৃত্যু
1 min readঝিনাইদহের শৈলকুপায় পানিতে ডুবে মিনার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামে দূর্ঘটনাটি ঘটে। সে ঐ গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে বাড়ীর পাশে শিশু মিনার খেলছিলো। এসময় বৃষ্টির পানিতে ভরে থাকা গর্তে সে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোজাখুজির পর গর্তের পানিতে তাকে ভাসতে দেখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
শৈলকুপা থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।”