শৈলকুপায় ফেনসিডিলসহ দুই যুবক আটক
1 min readঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার তমালতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, চুয়াডাঙ্গার দর্শনা পুরাতন বাজার এলাকার আবু তালেবের ছেলে সাইফুল ইসলাম (২৭) ও রফিকুল ইসলামের ছেলে পিয়ারুল হাসান (১৯)।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তমালতলা এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানে একটি লাল রঙের পালসার মোটরসাইকেল ও ৬০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা করার প্রস্তুতি চলছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো বলে জানান তিনি।
খালিদ হাসান।