শৈলকুপায় ৫ বছরের শিশুকে ধর্ষণ
1 min read
ঝিনাইদহের শৈলকুপায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার গভীর রাতে শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, শৈলকুপা উপজেলার বিষ্ণুদিয়া গ্রামের ওই শিশু রোববার বিকেলে বাড়ির পাশের নদীর ধারে অন্যদের সঙ্গে খেলা করছিল। এ সময় ওই এলাকার আশরাফ আলির ছেলে শিহাব তাকে ফুসলিয়ে নদীর ধারে ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থের ঘটনাটি তার সঙ্গে থাকা অপর শিশুর কাছে জানতে গেলে সে ধর্ষণের ঘটনা জানায়।
পরে রাত সাড়ে ১০টার দিকে শিশুটিকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ২টায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শৈলকুপা থানায় শিহাবকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শিহাব পলাতক রয়েছেন।