শৈলকুপা বিভিন্ন সার ও কীটনাশকের দোকানে জরিমানা
1 min readঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন সার ও কীটনাশক এর দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার দুপুরে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি এ দন্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, শৈলকুপা উপজেলা প্রশাসন গোপন সংবাদে জানতে পারে শৈলকুপা উপজেলার দোকানে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন সার ও কীটনাশক বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শৈলকুপা বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক পাওয়ায় ৫ টি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ১৯ হাজার ৫’শ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতে সহকারী কমিশনার (ভূমি) এস এম মুনিম লিংকন, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার, এস এম, ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল উপস্থিত ছিলেন।