সরকারি নূরুন নাহার মহিলা কলেজে’র বসন্ত বরণ ও পিঠা উৎসব উদযাপন
1 min readআজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। প্রকৃতিতে লেগেছে বসন্তের ছোঁয়া। কবি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায়- ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। আর এ বসন্তকে বরণ করে নিতে দেশ জুড়ে ছিলো নানা অনুষ্ঠানের আয়োজন। ঝিনাইদহেও এর প্রভাব বাদ পড়েনি বসন্তকে বরণ করতে আজ সোমবার সকাল থকে বভিন্নি স্কুল-কলজে ও সাংস্কৃতকি সংগঠনরে উদ্যোগে র্বণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বসন্ত বরণ উৎসব উদযাপন করা হয়।
এ উপলক্ষে আয়োজন করা হয় শোভাযাত্রা, পিঠা উৎসব ও সাংস্কৃতকি অনুষ্ঠান। সকাল ১০ টায় শহরে র্বণাঢ্য শোভাযাত্রা বের করে সরকারি নূরুন নাহার মহিলা কলেজ, । শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মহিলা কলেজ ক্যাম্পাসে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানরে আয়োজন করা হয়। এসব র্কমসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেয়।
” />