সরকারী ভেটেরিনারী কলেজে ভর্তি পরীক্ষার্থীদের হলে থাকা নিয়ে দু-গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত
1 min readঝিনাইদহ সরকারী ভেটেরিনারী কলেজে ভর্তি পরীক্ষার্থী শিক্ষার্থীদের হলে থাকাকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের দু-গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ঝিনাইদহ সরকারী ভেটেরিনারী কলেজের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ ৩০ ডিসেম্বর তারিখ। এই পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের হলে থাকা কে কেন্দ্র করে গেল রাতে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে তর্কবিতর্ক হয়। এরই এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১২ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: আতাউর রহমান মুকুল জানান, হাসপাতালে ভর্তি আহত রুগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।