সাঈদের (নিবরাস) খালাতো ভাই পরিচয়ে ছিলেন আবিরও
1 min readশোলাকিয়ায় পুলিশের উপর হামলার সঙ্গে জড়িত আবির হোসেনও ছিলেন ঝিনাইদহে। আবিরের ছবি দেখে এই তথ্য নিশ্চিত করেছেন সোনালীপাড়ার বাসিন্দারা। তারা বলেছেন, তাদের সঙ্গে যে সাঈদ ভাই (নিবরাস ইসলাম) ফুটবল খেলা করতেন, এই আবির তারই খালাতো ভাই শাওন নামে এখানে পরিচিত ছিলেন। তিনি ফুটবল খেলতে পারতেন কম, মাঠে বাচ্চাদের সঙ্গে মাঝে মধ্যে খেলতেন। তার চলাফেরা একটু অপ্রকৃতিস্থ মনে হতো।
যারা তাকে দেখে চিনতে পেরেছেন তাদের বক্তব্য সে মানুষের সঙ্গে মিশতেন খুবই কম। সাঈদ ভায়ের সঙ্গে মাঠে আসতেন। তার পরিচয় জানতে চাইলে সাঈদ ভাই আগেই বলে দিতেন এটা তার খালাতো ভাই। ঠিকমতো নাম-ঠিকানা কখনও জানার বা প্রকাশ করার সুযোগ দিতেন না।
এরা সবাই থাকতেন সোনালীপাড়ার কওছার আলীর সেই বাসাতে। যেখানে চারটি কক্ষে মেস করে থাকতেন ৮ জন। যাদের মধ্যে দুই জনের পরিচয় মিললেও বাকি ৬ জন কারা ছিলেন সেই প্রশ্ন এখন সকলের মুখে। তারা কোথা থেকে এসেছিল, আবার কোথায় চলে গেছেন। ঈদের পর তারা কেন আর ফিরে আসেনি ।