সেবায়েত ও চিকিৎসক হত্যা, ২ শিবির নেতার আদালতে স্বীকারোক্তি
1 min read
ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর মন্দিরের সেবায়েত শ্যামানন্দ দাস ও কালিগঞ্জ উপজেলায় হোমিও চিকিৎসক আব্দুর রাজ্জাক হত্যার ঘটনায় আটক দুই শিবির নেতা ঝিনাইদহ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার (১৭ জুলাই) বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ থানার আমলী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তারা।
ঝিনাইদহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম ফাহমিদা জাহাঙ্গীর ও কালিগঞ্জ আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবির তাদের জবানবন্দি রেকর্ড করেন।
স্বাকারোক্তি দেওয়া দুই শিবির নেতা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও কালিগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রাম শিবিরের সাধারণ সম্পাদক সবুজ খান (২২) এবং শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের আমিনুল ইসলামের ছেলে ও ঝিনাইদহ দক্ষিণ অংশের শিবিরের সভাপতি শাহিন আলম (২৪)।
সন্ধ্যা ৭টায় তার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মো. আলতাফ হোসেন জানান, শিবিরের কেন্দ্রীয় সিদ্ধান্তে সেবায়েত শ্যামানন্দ দাস ও হোমিও চিকিৎসক আব্দুর রাজ্জাককে হত্যা করা হয়েছে।
পুলিশ গোপন খবরের ভিত্তিতে শনিবার (১৬ জুলাই) সকালে সদরের হরিপুর গ্রাম থেকে সবুজ ও রোববার ভোরে শেখপাড়া বাজার থেকে শাহিন আলমকে আটক করে।
গত ১৫ মার্চ হোমিও চিকিৎসক আব্দুর রাজ্জাক ও ১ জুলাই সেবায়েত শ্যামানন্দ দাসকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।