হরিণাকুণ্ডুতে ভূয়া এইচএসসি পরীক্ষার্থীর কারাদ্বন্ড
1 min readঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সারাদেশে চলমান এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন অন্য শিক্ষার্থীর প্রক্সি দেওয়ার অপরাধে আরিফুল ইসলাম (২৬) নামে একজনের ১ বছরের বিনাশ্রম কারাদ্বন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন। এছাড়াও পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের দায়ে আরো ৩ জন কে বহিস্কার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলার সরকারি লালন শাহ্ কলেজ কেন্দ্রে।
কেন্দ্র সচিব ও কলেজ অধ্যক্ষ আতিয়ার রহমান জানান, শনিবার ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে আরিফুল ইসলাম নামে এক ভূয়া পরীক্ষার্থী কে সনাক্ত করা হয়। সে স্থানীয় জোড়াদহ কলেজের রিপন নামের এক ছাত্রের প্রক্সি দিচ্ছিল। এ ঘটনায় তাকে ১ বছরের বিনা শ্রম কারাদ্বন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। আরিফুল ফরিদপুর মহাবিদ্যালয় থেকে বি.এ পাশ করে। সে উপজেলার বাহাদুরপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে। এছাড়ও এ দিন পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন এর দায়ে জোড়াদহ কলেজের ফয়জুর রহমান, জাফিরুল ইসলাম ও মানদিয়া কলেজের পরীক্ষার্থী সাগর হোসেন কে পরীক্ষা কেন্দ্র থেকে বহিস্কার করা হয়েছে।