অতিবৃষ্টিতে নিন্মাঞ্চল প্লাবিত, ফসলের ক্ষতি
1 min read
একটানা বৃষ্টিতে ঝিনাইদহের কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ক্ষতি হয়েছে ফসলের। তলিয়ে গেছে কয়েক শত হেক্টর আউশ ধানের ক্ষেত। ক্ষতির সম্মুখিন হয়েছে সবজি ক্ষেতও। মাঠ থেকে ধান কাটার সময় প্রাকৃতিক এ দূর্যোগে দিশেহার হয়ে পড়েছে শত শত কৃষক।
ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, গত কয়েকদিনের অবিরাম বর্ষণে ঝিনাইদহের মহেশপুর, কোটচাঁদপুর, হরিণাকুন্ডু ও শৈলকুপা উপজেলার ২ হাজার হেক্টর আউশ ধান ক্ষেত তলিয়ে গেছে। জেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে এই চিত্র।
একই উপজেলার শেখপাড়া গ্রামের সবজি চাষি টিপু বলেন, তার কয়েক বিঘা সবজি ক্ষেত নষ্টের মুখোমুখি। শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্চয় কুমার কুন্ডু বলেন, দুদিনের টানা বর্ষনে তলিয়ে গেছে প্রায় ৫শ’ হেক্টর আউশ ধানের ক্ষেত। দু এক দিনের মধ্যে পানি নেমে না গেলে ক্ষতির মুখে পড়বে চাষিরা। এছাড়া ৫০ হেক্টর সবজি ক্ষেত নষ্ট হতে পারে।
মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের কৃষক দলিল উদ্দিন জানান, তার ৫ বিঘা জমির আউশ ধান ক্ষেত পানিতে তলিয়ে গেছে। মাঝে ২ দিন রোদ হলেও আবারো বৃষ্টি শুরু হয়েছে। এ এলাকা অপেক্ষাকৃত নিচু হওয়ায় পানিতে ধান ডুবে গেছে।
এ ব্যাপারে ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ মোহাম্মদ আকরামুল হক জানান, বৃষ্টিতে জেলার নিম্নাঞ্চলের ধানের জমি পানিতে ডুবে গেছে। এছাড়া কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সকল প্রকার পরামর্শ ও সাহায্য করা হচ্ছে।