অতিরিক্ত ভর্তি ফি আদায়ে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ
1 min readএইচএসসিতে অতিরিক্ত ভর্তি ফি সহ বিভিন্ন খাতে বাড়তি টাকা আদায়ের অভিযোগে মহাসড়কে অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ঝিনাইদহের শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১ পর্যন্ত খুলনা-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহের শেখপাড়া বাজারে এই সড়ক অবরোধ ও মানববন্ধন করে কলেজের ছাত্র-ছাত্রীরা।
এসময় রাস্তার দুপাশে দুরপাল্লার গাড়ীতে যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় ছাত্ররা।
শিক্ষার্থী পিকুল হোসেন জানান এলাকার বেশিরভাগ ছাত্র-ছাত্রী কৃষক পরিবারের সন্তান কিন্তু কলেজের শিক্ষকরা নানা অযুহাতে অতিরিক্ত ভর্তি ফি আদায় করছে। অতিরিক্ত ভর্তি ফি দিতে না পারায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এসবের প্রতিবাদে আন্দোলনে নেমেছে।
তবে এসব ব্যাপারে দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অধ্যক্ষের রুমে তালা ঝুলতে দেখা গেছে। কলেজের একজন শিক্ষক জানিয়েছে কি কারণে ছাত্ররা আন্দোলন করেছে তা তারা বলতে পারেন না।
এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান জহুর খান জানিয়েছেন দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল সহ শিক্ষকরা এলাকার দরিদ্র ও কৃষক পরিবারের সন্তানদের পড়ালেখার সুযোগ তৈরি করে দিচ্ছে না। প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন করছে বলে তিনি জানান।