Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

অদম্য মেধাবী সম্মাননা ২০১৭

1 min read

অদম্য মেধাবী সম্মাননা ২০১৭

অদম্য মেধাবী সম্মাননা ২০১৭
অদম্য মেধাবী সম্মাননা ২০১৭

প্রেস বিজ্ঞপ্তি :

 ঝিনাইদহে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) স্বাস্থ্য, শিক্ষা ও স্থানীয় সরকার খাতে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছে। কর্মসূচিসমূহে যুব সমাজের সম্পৃক্ততা নিশ্চিতের মাধ্যমে তাদের মধ্যে দুর্নীতিবিরোধী চাহিদা সৃষ্টিতে নিরলস প্রচেষ্ঠাও চলমান আছে। এই নানামুখি কর্মসূচীর অংশ হিসেবে ২৮ আগস্ট ২০১৭ স্থানীয় সনাক কার্যালয়ে অদম্য মেধাবী সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়। ঝিনাইদহ পৌর এলাকার ১১টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ১৪ জন ছাত্রী ও ৪ জন ছাত্রকে অদম্য মেধাবী সম্মাননা দেয়া হয়। সম্মননা হিসেবে তাদের হাতে সনদ, ক্রেস্ট, বই ও ঘড়ি তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সুচনা বক্তব্য দেন সনাক সদস্য এন.এম.শাহজালাল এবং সভাপতির বক্তব্য দেন সনাক সভাপতি মো: আবু তাহের। মূল্যবান বক্তব্য রাখেন অদম্য মেধাবী সায়মা সাদিয়া সুমি ও খালেদুর রহমান। তারা বলেন, তৃণমূল থেকে এনে এরুপ আয়োজনের মাধ্যমে সম্মনিত করায় আমরা গর্বিত ও অনুপ্রাণিত। ভবিষ্যতেও তারা ভালো ফলাফল অর্জনের ধারা অব্যাহত রাখার প্রত্যাশাসহ দুর্নীতিবিরোধী আন্দোলনে নিজেদের সম্পৃক্ত করার ইচ্ছা প্রকাশ করে। এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রভাষক মো: মিজানুর রহমান, অভিভাকক সাজেদুর রহমান ও রেহেনা পারভীন প্রমূখ বক্তব্য রাখেন। অভিভাবক রেহেনা পারভীন বলেন, আমার ৫টি মেয়ে। সকলেই মেধাবী। আমি খুবই খুশি ও গর্বিত তাদের ভালো ফলাফলের জন্য। অভিভাবক সাজেদুর রহমান বলেন, অদম্য মেধাবীদের বাছাই প্রক্রিয়া খুবই সুন্দর ছিলো। পূর্বে টিআইবি ও সনাক সম্পর্কে ধারণা ছিলো না। আমি জানতাম আমার সন্তান শুধু আমার কাছেই পরিচিত। এই আয়োজনের মাধ্যমে জানতে পারলাম আমার সন্তান আরও অনেকের কাছে এবং বড় বড় প্রতিষ্ঠানের কাছেও পরিচিত। এতে আমরা গর্বিত। এসময় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ সনাক সহসভাপতি সুরাইয়া পারভীন মলির নের্তৃত্বে দুর্নীতিবিরোধী শপথ গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *