আওয়ামী লীগ নেতার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানবন্ধন
1 min read
আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বাড়ী থেকে তুলে নিয়ে যাওয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইউনুস আলীর সন্ধানের দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী।
আজ বিকেলে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়।
বক্তারা ইউনুস আলীকে মুক্তিযোদ্ধা দাবী করে বলেন, গত ২৪ আগষ্ট রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিত্তিদেবী রাজনগর গ্রাম থেকে তাকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে সাদা পোশাকে তুলে নিয়ে যওয়া হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছে।
ইউনুস আলী কাঁচেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।