আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন
1 min readনারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৮ মার্চ আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে রোববার সকালে শহরের পায়রাচত্বরে এ কর্মসূচী পালন করা হয়।ঝিনাইদহ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন এর সভাপতিতে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মিনা সেলিমসহ অন্যন্যেরা।
সেসময় বক্তারা, নারী পুরুষের বৈষম্য দুর করে একসাথে কাজ করে দেশকে সামনে দিকে এগিয়ে নিতে সকলকে আহ্বান জানান।