ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা ও মৃত শ্রমিকের পরিবারের অনুদান প্রদান
1 min read
ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা ও মৃত শ্রমিকের পরিবারের মাঝে অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার দুপুরে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়ালিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি আবু সাইদ, সহ-সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মিয়া, দপ্তর সম্পাদক টুলু বিশ্বাস চুন্নু, সাবেক সভাপতি উজ্জল বিশ্বাস, আবু রেজা, সাধারণ সম্পাদক বজলুর রহমান, কার্যকরী সমস্য সুমন ব্যানাসহ অন্যানোরা।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কুমড়াবাড়ীয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আশরাফুল ইসলাম, সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান নাজির উদ্দিন মিয়া, সদস্য আরিফুল ইসলাম আলি, মুরসালিন, জামাল হোসেন, সোলাইমান হোসেন, মনজের আলী ও আমির হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়।
পরে মৃত একজন বাস চালক অনন্ত কুমার পরিবারের মাঝে ৪০ হাজার টাকা অনুদান প্রদাণ করা হয়।
এছাড়াও বৃহস্পতিবার রাতে মনিরুল ইসলাম নামের এক বাসচালকের মৃত্যুতে শোক জানানো হয়।