ঈদকে সামনে রেখে ব্যস্ত ঝিনাইদহের কামার পল্লী
1 min readআসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে প্রচন্ড ব্যস্ত সময় পার করছে ঝিনাইদহের প্রায় ৫ শতাধিক কামার। কোরবানীর পশু জবাইয়ের অন্যতম প্রয়োজনীয় উপকরণ দা, ছুরি, চাপাতি, বটিসহ বিভিন্ন ধরনের পন্য তৈরীতে এখন ব্যস্ত তারা।
কামার সুবল সরকার জানালেন, ঈদ যত ঘনিয়ে আসবে তাদের অস্ত্র তৈরীর চাপ ততো বাড়বে। পশু জবেহ করার জন্য ধারালো অস্ত্রের প্রয়োজন।
ক’জন কামার শিল্পীর সঙ্গে কথা বলে জানা গেছে, কামার শিল্পের অতি প্রয়োজনীয় জ্বালানি কয়লার অপ্রতুলতায় দাম বেড়ে গেছে। বেড়েছে লোহার দামও। লোহা ও কয়লার দাম বাড়লেও সে তুলনায় কামার শিল্পের উৎপাদিত পণ্যের দাম বাড়েনি। ফলে কামার সম্প্রদায় আর্থিকভাবে পিছিয়ে যাচ্ছে। অনেকে বাধ্য হয়ে পৈতিক পেশা পরিবর্তন করছে।
ঝিনাইদহ হাটের রাস্তার কামার সৌমেন সরকার জানান, একমাত্র সহজ শর্তে ঋন দিলেই আমাদের টিকে থাকার পথ তৈরী হবে। অন্যথায় এ শিল্প খুব শিঘ্রই হারিয়ে যাবে আমাদেও মাঝ থেকে।