একাই বার্সাকে জেতালেন মেসি
1 min readজোড়া গোল করে একাই বার্সেলোনাকে জেতালেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। শনিবার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে আলাভেসকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের দেখা পেল কাতালানরা।
ম্যাচের শুরু থেকে নিয়মিত আক্রমণ চালিয়ে আলাভেসকে দমিয়ে রাখে বার্সা। ৩৯ মিনিটে পেনাল্টি পায় বার্সা। কিন্তু মেসির ব্যর্থতায় লিড নেয়া হয়নি বার্সেলোনার। মেসির শট ঠেকিয়ে দেন আলাভেস গোলরক্ষক ফের্নান্দো পাচেকো।
প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কাতালানরা। স্কোর লাইন ০-০ রেখেই বিরতিতে যায় দু’দল।
বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে জর্ডি আলভার অ্যাসিস্ট থেকে দারুণ গোলে বার্সাকে এগিয়ে দেন মেসি। এর মিনিট দশেক রই আলাভেসের জালে দ্বিতীয়বার মতো বল জড়িয়ে জোড়া গোল পূর্ণ করেন এই ফুটবল জাদুকর।
৭৪ মিনিটে বাঁ পায়ের শট ঠেকিয়ে দেয় গোলপোস্ট। আর এতেই মিস হয়ে যায় লিও’র মৌসুমের প্রথম হ্যাটট্রিক।
ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে বার্সেলোনার হয়ে প্রথমবারের মতো মাঠে নামেন পাওলিনহো। তেমন কোনো ভূমিকা রাখার সুযোগ পাননি ব্রাজিলের এই মিডফিল্ডার। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।