এখন তারাই খেলুক!
1 min readফেডারেশন কাপ ফুটবলের ফাইনালের আগে কিংবা পরে যেকোন দিন জরুরি সভায় বসবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর শীর্ষ কর্তারা। প্রিমিয়ার লিগকে সামনে রেখে নিজেদের অবস্থান নির্ধারণের জন্যই ক্লাবগুলোর এ জরুরি সভা।
‘এই পেশাদার লিগ কমিটি দিয়ে কিভাবে চলবে বলেন? আমরা সনি নর্দেকেই দিয়েছিলাম ৬০ লাখ টাকা। ২০ লাখ টাকার নিচে কোনো খেলোয়াড় নেই দলে। কিন্তু লিগ কমিটি অংশগ্রহণ ফি’র বিষয়টি আমলে নিচ্ছে না। এমনকি রেফারি কমিটি বাজেভাবে খেলাগুলো পরিচালনা করছে। এভাবে হলে এ দেশের ফুটবলের উন্নতি হবে কিভাবে হবে?’
তাহলে বলতে চাচ্ছেন আপনাদের মতামত না নিয়েই চলছে সবকিছু? ‘মালিক পক্ষ আমরা, কিন্তু তারা কি করছে? তারা উল্টো ছড়ি ঘুরাচ্ছে আমাদের ওপর। তারা কোনো কিছু না বলেই প্রিমিয়ার লিগের ফিকশ্চার করেছে। এখন তারাই খেলুক।’
‘আমারা এ বিষয়ে বাফুফে সভাপতির সাথে কথা বলবো। ফেডারেশন কাপে শেখ জামালের ড্রেসিং রুমে বসে আছে শেখ রাসেল! কি কাজ করছে পেশাদার লিগ কমিটি? আমাদের ঢাকার বাইরে যেতে হলে অংশগ্রহণ ফি ৩ লাখ টাকা হতে হবে। কিন্তু তারা কথা রাখেনি। ৫০ হাজার বা ৭৫ হাজার টাকা দিয়ে কিছুই হবে না।’
তবে লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী জানালেন, ‘ক্লাবগুলোর দাবির মুখে আমরা ২৫ হাজার থেকে অর্থের পরিমাণ কিছুটা বাড়িয়ে দিয়েছি। আর প্রিমিয়ার লিগের ফিকশ্চার ছেড়ে দেয়া হয়েছে। এ বিষয়ে মতামত নেওয়া হয়েছে ক্লাবগুলোর। ৭ মার্চ পেশাদার লিগ কমিটির সভা রয়েছে।’
‘ সব ঠিক থাকলে ৯ মার্চ ঢাকার ভেন্যুতে খেলা শুরু হবে। তারপর রাজনৈতিক অবস্থা স্বাভাবিক হলে আমরা ঢাকার বাইরে যাবার চিন্তা করবো। কারণ দুটি ভেন্যু তো তৈরি আছে (গোপালগঞ্জ ও চট্টগ্রাম)। তবে ফেনী ভেন্যু শতভাগ প্রস্তুত নয়’, বলে জানালেন সালাম মুর্শেদী।
এখন প্রশ্ন যদি এভাবে মুখোমুখি অবস্থানে যায় পেশাদার লিগ কমিটি আর ক্লাবগুলো তাহলে কি হবে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যত? আর কবে নাগাদ ঢাকার মাঠের চাপ কমিয়ে জনপ্রিয় এই খেলা উপভোগের সুযোগ করে দেওয়া হবে? কারণ ঢাকা নয়, ঢাকার বাইরেই যে ফুটবলের জনপ্রিয়তা আকাশচুম্বি, এটা পরীক্ষিত সত্য।
সুত্রঃ বাংলানিউজ২৪
ক্রিকেটের সাথে তাল মিলাতে যেয়ে ফুটবল হারিয়ে যাচ্ছে ।