কনক কান্তিকে জেলাপরিষদের প্রসাশক পদে আ.লীগের মনোনয়ন
1 min readনানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঝিনাইদহ জেলা পরিষদের প্রসাশক পদে আওয়ামী লীগের দলীয় মনোয়ন পেয়েছেন ঝিনাইদহ সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রিয় পূজা উদযাপন পরিষদের নেতা কনক কান্তি দাস।
শুক্রবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঝিনাইদহ জেলা পরিষদের প্রসাশক পদে কনক কান্তি দাসের নাম ঘোষনা করেন।
এদিকে জেলা পরিষদের প্রসাশক পদে কনক কান্তি দাসকে মনোনয়ন দেয়ায় ঝিনাইদহ পেরৈ মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু দলের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধরণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অভিন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন কনক কান্তি দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে কাজ করবেন।