করপোরেট আয়কর নিশ্চিতসহ ৪ দফা দাবীতে র্যালী ও মানববন্ধন
1 min readকরপোরেট আয়কর নিশ্চিত, জেলা ভিত্তিক বাজেট প্রণয়নসহ ৪ দফা দাবীতে ঝিনাইদহে র্যালী ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে গণতান্ত্রিক বাজেট আন্দোলন।
আজ সকালে শহরের এইচ এস এস সড়কের খাদ্য গুমাদের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে গিয়ে মানবন্ধনে মিলিত হয়। সেসময় বক্তব্য রাখেন, জেলা গণতান্ত্রিক বাজেট আন্দোলনের আহ্বায়ক আমিনুর রহমান টুকু, সদস্য সচিব হায়দার আলী, কৃষিবিদ আহমেদ হোসেন, উন্নয়ন ধারার নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম, উই এর নির্বাহী পরিচালক শরীফা খাতুনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
বক্তারা, পরোক্ষ কর কমিয়ে প্রত্যক্ষ করা বাড়ানোসহ সরকারের প্রতি আহ্বান জানান। সেই সাথে করপোরেট ট্যাক্স ফাঁকিসহ অর্থ পাচার বন্ধের দাবী জানান।