কালিগঞ্জে ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী নিহত
1 min readঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে আব্দুর রাজ্জাক (৫০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০১ জুন) সকাল পৌনে ৯টায় উপজেলার খয়েরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বালিভর্তি একটি ট্রাক যশোরে যাচ্ছিলো। ট্রাকটি খয়েরতলা এলাকায় পৌঁছালে বাইসাইকেল আরোহী আব্দুর রাজ্জাককে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই তিনি মারা যান।