কালীগঞ্জে অজ্ঞাত লাশ উদ্ধার ও সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত
1 min readঝিনাইদহের কালীগঞ্জে যশোর-ঝিনাইদহ মহাসড়কে পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ । নিহতের নাম পরিচয় জানা যায়নি ।
কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এলাকাবাসীর সংবাদের ভিক্তিতে আজ ভোর ৫ ট্ায় সময় ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার যশোর-ঝিনাইদহ মহাসড়কে পাশে খয়েরতলা নামক স্থানে অজ্ঞাত যুবকের খতবিক্ষত লাশ পড়ে আছে । ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেয়ন করা হয় । পুলিশ ধারনা করছে গভীর রাতে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন । ময়না তদন্ত শেষে জানা যাবে ।
অপর দিকে কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৫০) এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের দুলালমুন্দীয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, দুপুরে দুলালমুন্দীয়া এলাকা থেকে স্থানীয় লোকজন অজ্ঞাত ওই মহিলাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারনা করা হচ্ছে ঝিনাইদহ অথবা যশোর গামীকোন চলন্ত গাড়ীর ধাক্কায় ওই নারী গুরতর আহত হন। তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মার্গে পাঠানো হয়েছে।