Sat. Dec 21st, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

কালীগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে যেয়ে আসামি পক্ষের হামলায় এসআই আহত

1 min read

কালীগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে যেয়ে আসামি পক্ষের হামলায় এসআই আহত

কালীগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে যেয়ে আসামি পক্ষের হামলায় এসআই আহত
কালীগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে যেয়ে আসামি পক্ষের হামলায় এসআই আহত

য়ারেন্টভুক্ত আসামি ধরতে যেয়ে আসামি পক্ষের লোকজনের হাতে লাঞ্ছিত হয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ তত্বিপুর পুলিশ ক্যাম্পের আইসি (এসআই) গোবিন্দ আকর্ষন।

বুধবার সন্ধ্যা রাতে উপজেলার মালিয়াট ইউনিয়নের মালিয়াট গ্রামে পুলিশের উপর এ হামলার ঘটনা ঘটে। আহত আইসি গোবিন্দ আকর্ষনকে ওই রাতেই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় ক্যাম্পের এএসআই মিরাজ হোসেন বাদি হয়ে পুলিশের উপর হামলা, সরকারি কর্তব্যকাজে বাধা সৃষ্টি ও আসামি ছিনতাইয়ের অভিযোগে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাত আরো ১০/১২ কে আসামি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী মালিয়াট গ্রামের খোরশেদ মিনার ছেলে সুরোত আলী (৪৬) ও একই গ্রামের মৃত জয়নাল ম-লের ছেলে রবিউল ম-লকে গ্রেফতার করেছে।

কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই ডলি রানী জানান, বুধবার সন্ধ্যা রাতে তত্বিপুর পুলিশ ক্যাম্পের আইসি গোবিন্দ আকর্ষন ২০১২ সালের পারিবারিক একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মাগুরা গ্রামের ওয়াজেদ আলী বিশ্বাসের ছেলে শুকুর আলীকে ধরতে যায়। এ সময় স্থানীয় প্রভাবশালী বেশ কিছু লোকজন ওই দারোগার সাথে তর্কবির্তকে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা আইসি গোবিন্দ আকর্ষণকের উপর হামলা করে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

হামলায় তার মুখ ও চোখ আঘাতপ্রাপ্ত হয়। কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গেলে এলাকার কিছু ব্যক্তি আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে পুলিশ বাধা দিলে তারা পুলিশের উপর হামলা করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুুলিশ ঘটনার সাথে জড়িত ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে। এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি শুকুর আলীকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *