কালীগঞ্জে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ২ লাখ টাকা লুট
1 min read
ঝিনাইদহের কালীগঞ্জে মনির উদ্দিন (৪৬) নামের এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দৃর্বুত্তরা। এ সময় তার কাছে থাকা ২ লক্ষ লুট করে নেয় দূর্বত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে কালীগঞ্জ-যশোর মহাসড়কের মান্দারতলা রহমতপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত মনির উদ্দিন ঝিনাইদহ সদর উপজেলার মামুনশিয়া গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে।
জানা গেছে, মনির উদ্দিন যশোরের সাতমাইল-বারিনগর থেকে গরু বিক্রি করে স্যালো ইঞ্চিনচালিত লাটাই করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে কালীগঞ্জ-যশোর মহাসড়কের মান্দারতলা রহমতপুর নামকস্থানে ডাকাতদের কবলে পড়ে। এ সময় ডাকাতরা তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ২ লক্ষ টাকা লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সে মারা যায়।
কালীগঞ্জ হাসপাতালের চিকিৎসক মাহফুজুল আলম সোহাগ জানান, মনির উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ফলে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই সে মারা যায়।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, ডাকাতির ঘটনাস্থল যশোর সদরের মধ্যে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে আনলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।