কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষক নিহত
1 min readঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে রবিউল ইসলাম (৪৩) নামের এক শিক্ষক নিহত হয়েছে। সে ঝনঝনিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক (কৃষি) ও কালীগঞ্জ পৌরসভাধীর ফয়লা গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বারবাজার ফুলবাড়ি গেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিল কমল রায় জানান, শিক্ষক রবিউল ইসলাম প্রতিদিনের ন্যায় বাইসাইকেলে করে স্কুলে যাওয়ার পথে বারবাজার ফুলবাড়ি নামক স্থানে ট্রেন লাইন পার হচ্ছিল। এ সময় খুলনা থেকে সৈয়দপুরগামি রুপসা এক্সপ্রেস আপ-৭২৭ ট্রেনের কাটা পড়ে ঘটনাস্থলেই সে নিহত হয়।
কালীগঞ্জ ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বারোবাজার রেলস্টেশনের মাস্টার নজরুল ইসলাম জানান, কেউ এখনো আমার অফিসে কোন সংবাদ দেয়নি। তবে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।
তারেক মাহমুদ।