কালীগঞ্জে ডিবি পরিচয়ে ৩ লাখ ৮৫ হাজার টাকা ছিনতাই
1 min readডিবি পরিচয়ে ঝিনাইদহের কালীগঞ্জের ছালাভরা নামক স্থানে এক ব্যবসায়ীর ৩লাখ৮৫ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
ঝিনাইদহ, ৭ ডিসেম্বর ডিবি পরিচয়ে ঝিনাইদহের কালীগঞ্জের ছালাভরা নামক স্থানে রফিকুল ইসলাম লিটন নামে এক ব্যবসায়ীর ৩লাখ৮৫ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ডিবি পরিচয়ে মাইক্রোবাসে এসে ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেয়া হয়।
স্থানীয়রা জানিয়েছে, কালীগঞ্জ উপজেলার ইসলামী ব্যাংক থেকে ধান ব্যবসায়ী রফিকুল ইসলাম ৩ লাখ ৮৫ হাজার টাকা উঠিয়ে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ছালাভরা নামক স্থানে পৌছালে এ ছিনতায়ের ঘটনা ঘটে। ব্যবসায়ী রফিকুল কালীগঞ্জের কালুহরপুর গ্রামের রায়হান উদ্দিনের ছেলে।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি এমএ হাশেম খাঁন জানান, একদল দুর্বৃত্ত এ ছিনতায়ের ঘটনা ঘটাতে পারে । খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌছেছেন।
ঝিনাইদহের কালীগঞ্জের ছালাভরা আমার অনেক প্রিয় জাইগা
http://jolirabbani.com/