Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

কালীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

1 min read
কালীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কালীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কালীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
কালীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ঝিনাইদহে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক ডাকাত নিহত হয়েছেন। কালীগঞ্জ উপজেলার পিরোজপুর-কড়াইতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। রাতে পুলিশ টহল ডিউটি করছিল। টহল গাড়িটি পিরোজপুর-কড়াইতলা স্থানে পৌঁছালে রাস্তার ওপর গাছ ফেলানো দেখতে পায়। এসময় পুলিশ সেখানে দাঁড়ালে ১০-১২জন ডাকাতদল পুলিশের গাড়ি লক্ষ্য করে ২টি বোমা বিস্ফোরণ ঘটায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

কালীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
কালীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

পরে ঘটনাস্থলে একজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। এসময় বাকি ডাকাতরা পালিয়ে যায়। পরে পুলিশ অজ্ঞাত ওই ডাকাতের লাশ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজুল আলম সোহাগ তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থাল থেকে ১টি শাটার গান, ৫টি বোমা, গাছ কাটার করাত, ৪টি রামদা ও রশি উদ্ধার করেছে পুলিশ।

এসময় পুলিশের দুই কনস্টেবল রতন ও আল-আমিন আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *