কালীগঞ্জে বজ্রপাতে কলেজ ছাত্র নিহত
1 min readঝিনাইদহের কালীগঞ্জে আব্দুল্লাহ নয়ন (১৮) নামের এক কলেজ ছাত্র বজ্রপাতে নিহত হয়েছে। সোমবার দুপুরে মাঠে কাজ করার সময় সে বজ্রপাতে মারা যায়। নিহত নয়ন ঝিনাইদহ সদর উপজেলার গড়িয়ালা গ্রামের আলী কদরের ছেলে।
নিহত নয়ন উপজেলার বুজিডাঙ্গা গ্রামের নানা বাড়ি থেকে লেখাপড়া করতো। এছাড়া সে আসাদুজ্জামান হোসনিন কেয়াবাগান আদর্শ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। নয়ন বুজিডাঙ্গা গ্রামের নানা মসলেম উদ্দীনের বাড়ি থেকে সে লেখাপড়া করতো।
গ্রামের সাবেক ইউপি মেম্বার রেজাউল ইসলাম জানান, সোমবার দুপুরে বৃষ্টিসহ বজ্রপাতের সময় নয়ন মাঠে কাজ করছিল। এসময় হঠাৎ বজ্রপাতে নয়নের শরীরে আগুন ধরে ঘটনাস্থলেই মারা যায়।