কালীগঞ্জে মাদক ব্যবসায়ীকে ১ বছর জেল
1 min readঝিনাইদহের কালীগঞ্জে দেলোয়ার হোসেন দিরাজ (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহনাজ পারভীন সোমবার বিকালে এই রায় দেন। দিরাজ উপজেলার বলিদাপাড়া গ্রামের ফটিক বিশ্বাসের ছেলে।
শাহানাজ পারভীন জানান, সোমবার দুপুরে মাদক ব্যবসায়ী দিরাজকে ৯ পুরিয়া গাজা আটক করা হয়। এ সময় সে মাদক ব্যবসার সাথে জড়িত মর্মে স্বীকার করে। পরে বিকালে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর আওতায় ১ বছর বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়।
তারেক মাহমুদ
কালীগঞ্জ, ঝিনাইদহ।