Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

কালীগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদে

1 min read

কালীগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদে

কালীগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদে
কালীগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদে

ঝিনাইদহের কালীগঞ্জ যুবলীগ নেতা ও ইউপি মেম্বার কামাল হোসেনের নামে মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্টান্ডে ঢাকা-খুলনা মহাসড়কে এই মানববন্ধ পালিত হয়। কামাল হোসেন উপজেলার ১০ কাষ্টভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ১নং ওয়ার্ডে নির্বাচিত ইউপি সদস্য।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসরাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজল, ১১ রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুর রহমান মন্টু, ৭ রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মী।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে কামাল হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। একজন জনদরদী মানুষ এখন পুলিশের ভয়ে বাড়ি ছাড়া। এছাড়া বিষয়টি তদন্ত করে মামলাটি প্রত্যাহার করার জোর দাবি জানান তারা।
গত ১৬ অক্টোবর সকালে তাঁর নিজ গ্রামে ওই হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রড ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে তাঁর দুই পা ভেঙে দেয়। এ ঘটনার এক দিন পর কাষ্টভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ সাতজনকে আসামি করে মামলা দায়ের করে।

তারেক মাহমুদ, কালীগঞ্জ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *