কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করল রাজু
1 min readঝিনাইদহ নিউজ: আমানত উল্লাহ রাজু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে “ÒIntegrated Management of Flower and Fruit Dropping of Mango due to Disease” শিরোনামে পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার মোঃ আশরাফুজ্জামান ও রাফেজা জামানের বড় ছেলে। গত ২২ মে-২০১৯ তারিখে কৃষি বিশ্ববিদ্যালয় এই ডিগ্রী দেয় ।
প্রসঙ্গত, ড.মোঃ আমানত উল্লাহ রাজু ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ২০০৬ সালে এস.এস.সি ও ২০০৮ সালে এইচ.এস.সি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ২০১২ সালে সম্মান ও ২০১৪ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ভালো ফলাফলের জন্যে তিনি ২০১৪ সালে চ্যান্সেলর স্বর্ণ পদক পান।
বর্তমানে তিনি সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি গবেষনা কাউন্সিলে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনি সকলের দোয়া প্রার্থী।