কেসি কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতারঅনুষ্ঠিত
1 min read
ঝিনাইদহ সরকারি কেসি কলেজে ৩ দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বি এম রেজাউল করিম।
কলেজের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে এস এম আসাফুলদ্দৌলার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সুনীল চন্দ্র দাস, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. আসাদ উজ জামান।
প্রধান অতিথির বক্তৃতায় অধ্যক্ষ প্রফেসর ড. বি এম রেজাউল করিম বলেন, সুস্থ শরীর ও মন গড়তে হলে নিয়মিত সাংস্কৃতিক চর্চা অপরিহার্য। এ প্রতিযোগিতা দেশে সম্ভাবনাময় সাংস্কৃতিক কর্মী সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি কলেজের সুযোগ সুবিধাগুলো সদ্ব্যবহার করে আলোকিত মানুষ হয়ে গড়ে উঠবে।
৩ দিন ধরে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান অধ্যক্ষ।
সভা শেষে পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এবছর বড় ও ছোট গ্রুপে কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, দেশাত্ববোধক গান, নজরুল গীতি, আধুনিক গান প্রতিযোগিতায় সর্ব মোট ৫৮ জন শিক্ষার্থী পুরষ্কার পেয়েছেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।