কে সি কলেজের এক শিক্ষার্থী নিখোঁজ
1 min readঝিনাইদহ সরকারি কে সি কলেজের ছাত্র মাহামুদ হাসান সুমন (২৮) ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সুমন ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয় খালী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানাগেছে, তিনি ঝিনাইদহ সরকারি কে সি কলেজের মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র। সুমন ঝিনাইদহ শহরের হামদহ খন্দকার পাড়ায় আব্দুল মালেক লস্কারের বাড়িতে ভাড়া থেকে ছাত্র ছাত্রীদের ইংরেজি প্রাইভেট পড়াতেন। গত ২ জানুয়ারি রাত থেকে নিখোঁজ হয় সুমন। পরদিন ৩ জানুয়ারি সকাল থেকে তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায়।
ছোট ভাই শাওন জানান, নিখোঁজের খবর পেয়ে তারা হামদহ খোন্দকার পাড়ায় এসে দেখেন সুমনের ঘরে তালা দেওয়া। খবর পেয়ে পুলিশ এসে ঘরের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে।
এ ব্যাপারে সুমনের বাবা শহিদুল ইসলাম ঝিনাইদহ সদর থানায় গত ৭ জানুয়ারি ডায়েরী করেছেন।
কেউ সুমনের খোঁজ পেয়ে থাকলে বাবা শহিদুল ইসলামের ০১৯৬২৩৩৭২৭১ নম্বরে মোবাইলে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।