Mon. Dec 23rd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

কোটচাঁদপুরের পেয়ারা যাচ্ছে সারাদেশে

1 min read
কোটচাঁদপুরের পেয়ারা যাচ্ছে সারাদেশে

কোটচাঁদপুরের পেয়ারা যাচ্ছে সারাদেশে

কোটচাঁদপুরের পেয়ারা যাচ্ছে সারাদেশে
কোটচাঁদপুরের পেয়ারা যাচ্ছে সারাদেশে

ঝিনাইদহের কোটচাঁদপুরের পেয়ারা এখন রাজধানী ঢাকাসহ আরো ১২ থেকে ১৫টি জেলাতে যাচ্ছে। আর উৎপাদিত পেয়ারার ভাল দাম পাওয়ার কারণে অন্যান্যরাও ঝুঁকে পড়ছেন পেয়ারা চাষের দিকে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, শ্রীরামপুর গ্রামে ২০১৩ সালে ২৪ জন কৃষক অধিক ফলনশীল থাই জাতের পেয়ারা বাগান করে এলাকায় বেশ সাড়া জাগিয়েছেন।

কৃষি বিভাগের তথ্য মতে, এক বিঘা জমিতে ৯৮ থেকে ১০০টি চারা রোপণ করা যায়। যেখানে খরচ হয় ৫০ হাজার টাকা। সেখান থেকে ৩ লাখ টাকা আয় করা সম্ভব। গাছের আকার ছোট হলেও পেয়ারার আকার হয় বড়। দেখতে গোলাকার, সবুজ থাই পেয়ারার ওজন হয় প্রত্যেকটি ২০০ থেকে ৫০০ গ্রাম। যা বাজারে বিক্রি হয় প্রথমদিকে প্রতি কেজি ৫০ থেকে ১২০ টাকা দরে।

কোটচাঁদপুরের পেয়ারা যাচ্ছে সারাদেশে
কোটচাঁদপুরের পেয়ারা যাচ্ছে সারাদেশে

চাষী কাজী রয়েল জানান, এই পেয়ারা চাষ করে তিনি এখন আগের থেকে অনেক সাবলম্বী। পরিবার থেকে আর্থিক অনটন দূর হয়েছে। চাহিদা ভালো থাকায় ভালো দামে পাঠানো হয় কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, শ্যামবাজারসহ ১২-১৫ জেলার বিভিন্ন স্থানে।

চাষী রাজেদুল ইসলাম, আসকর আলী, সফর আলী, হাসান আলী, মিলন, মশিয়ার, সুকুমার রায় জানান, পেয়ারা চাষ করে তিনি এখন পরিবার পরিজন নিয়ে সুখে আছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন জানান, সুমিষ্ট থাই পেয়ারা চাষে কৃষকের মধ্যে বাড়ছে আগ্রহ। সুদমুক্ত বা স্বল্পসুদে এ এলাকার কৃষকের মাঝে ঋণ বিতরণ করা হলে দিন বদলের পালায় এ জাতের বাগান এ জনপদে আরো ছড়িয়ে পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *